নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ ঘাটাল: রাস্তার পাশেই কালো রঙের কাচের বোলেরো গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে। চালকের আসন ফাঁকা। অথচ গাড়িটি মাঝে-মাঝে এদিক-ওদিক দুলছে। এই দৃশ্য দেখেই বৃহস্পতিবার রাতে দাসপুর থানার চাঁদপুর বাসস্টপ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। কৌতূহলী জনতা গাড়ির সামনে গিয়ে গাড়ির মধ্যে এক যুবক ও এক যুবতীকে অসংলগ্ন অবস্থায় দেখতে পেলে ক্ষোভে ফেটে পড়েন। জন বিক্ষোভের কথা পুলিসের কাছে পৌঁছায়। পুলিস গিয়ে গাড়ি ও যুবক-যুবতীকে থানায় তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পুলিস জানিয়েছে, আটক করা যুবক-যুবতীকে জেরা করা হচ্ছে। তবে তারা নানা
সময় নানান অসংলগ্ন কথাবার্তা বলছে। সঠিক পরিচয় পাওয়া যায়নি।
ঘাটাল-মেচোগ্রাম ব্যস্ততম রাস্তার পাশেই সন্ধ্যের পর থেকে সাদা রঙের কমার্সিয়াল একটি বোলেরো দাঁড় করানো ছিল। গাড়ির সামনে লাল স্টিকারে লেখা ‘কে.ও.পি.টি’। ওই রাস্তার দিয়েই কিছু স্থানীয় বাসিন্দা হাঁটাহাঁটি করছিলেন। তাঁরা বলেন, আমরা প্রথমে কোনও সরকারি আধিকারিকের গাড়ি মনে করছিলাম। অনেকক্ষণ গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের সন্দেহ হয়। গাড়ির সামনে
যেতে দেখি চালকের আসনে কেউ নেই। অথচ গাড়িটি এদিক-ওদিক দুলছে।
তখনই স্থানীয়দের সন্দেহ আরও দৃঢ় হয়। কিছু লোক গাড়ির এক দিকে কাচের সঙ্গে চোখ সেঁটে মোবাইলের আলো ফেলার পর ওই যুবক-যুবতীকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পান। রাস্তার পাশে ওই ধরনের অশালীন কাজ করার জন্য ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিসকে খবর দেওয়া হলে পুলিস ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিসের জেরার কাছে তারা তাদের অপকর্মের কথা স্বীকার করলেও আসল পরিচয় দেয়নি বলে জানা গিয়েছে।