সৌমেন মিশ্র,স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌরা এলাকায় বিধ্বংসী আগুন। আগুন নেভাতে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার রাত প্রায় ১০টা২০ মিনিট নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌরার ব্রিজের তলায় এই অগ্নিকান্ড এলাকাবাসীর নজরে আসে। খবর যায় দমকলে। সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। বেসকিছু দোকানদারদের সাথে নিয়ে জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই ব্রিজের নিচে যে আবর্জনার স্তূপ তাতেই কোনো ভাবে আগুন লেগে সে আগুন আশপাশে ছড়িয়ে পড়ছে। তবে সময়মত ঘটনাস্থলে দমকল পৌঁছে যাওয়ায় ঘন্টাখানেকের মধ্যেই আগুন প্রায় আয়ত্ত্বে। তবে সময়মতো না জানাজানি হকে সবার অগোচরে এই আগুন এই রাতে অনেক ভয়াবহ আকার নিতে পারতো।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











