নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের ৫১ তম প্রতিষ্ঠা বর্ষ উদযাপিত হল। একই সঙ্গে বার অ্যাসোসিয়েশনের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হল। ওই বার অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর ঘোষ বলেন, আজ ১৮ মার্চ প্রায় পঞ্চাশজন আইনজীবীর উপস্থিতিতে, উৎসাহ ও উদ্দীপনায় বার কক্ষেই অনাড়ম্বরভাবে কেক কেটে দিনটি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক অ্যান্ড সেশন জজ ময়ূখ মুখোপাধ্যায়, সিনিয়র ডিভিশন সিভিল জজ শৈবাল দত্ত, জুনিয়র ডিভিশন সিভিল জজ উন্নীষ দত্ত, অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত সরকার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেবজিৎ বিশ্বাস প্রমুখ। বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী সমীর ঘোষ কেক কেটে বারের জন্মদিন উদযাপন করেন ও ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন। দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।