দেবযানী পাত্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রয়াত সমাজকর্মী ও কবি শেখ ইসরাইলের ৮৭তম জন্মদিবস [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]পালিত হল। ৯মার্চ শনিবার ঘাটাল ব্লকের রাধানগরের একটি বেসরকারি গেস্ট হাউসে শেখ ইসরাইল সেলিমা বেগম স্মৃতি পরিষদের মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করা হয়। তাঁর জীবনের বিস্তৃত সময় জুড়ে সাহিত্যচর্চা ও সমাজসেবা মূলক কাজে আত্মনিয়োগকে কেন্দ্র করে স্মৃতি চারণ করার পাশাপাশি গান, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৩ এর মাধ্যমিকে ঘাটাল ব্লকে প্রথম এবং মহকুমায় দ্বিতীয় রেশমি ঘোষ এবং ২০২৩ এর উচ্চমাধ্যমিকে শবরী সিংহকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও এলাকার ছ’জন দুঃস্থ অথচ মেধাবী ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। সেই সঙ্গে অনুষ্ঠানে ঘাটাল মহকুমার বিশিষ্ট চিত্রশিল্পী অশোক সামন্তকে সংবর্ধিত করা হয় বলে জানা গিয়েছে।
ঘাটাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক লক্ষ্মণ কর্মকার, ঘাটাল হাসপাতালের অবসরপ্রাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ তুষারকান্তি ঘোষ, চন্দ্রকোণা জিরাট হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা চন্দ্রকোণার প্রাক্তন বিধায়ক গুরুপদ দত্ত, সাহিত্যকর্মী তারাপদ বিশুই, শান্তি পাহাড়ি, অমিয় সাঁতরা, সুকান্ত সিংহ, তপনজ্যোতি মাজি, গুরুপদ মুখোপাধ্যায়, মধুবসন্ত ঘোষ, তপতী ঘোষ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে উঠেছিল।