অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: বাবা বাজারে সব্জি বিক্রি করতে গিয়েছিলেন। তাঁকে আলুর বস্তা পৌঁছাতে গিয়েছিলেন তাঁর পুত্র রাজকুমার রায়। বাইকে করে সেই আলুর বস্তা নিয়ে যাওয়ার সময় চন্দ্রকোণা থানার আধকাঠার মোড়ে লরির ধাক্কায় মৃত্যু হল রাজকুমারের। আজ সোমবার ভোরে ওই দুর্ঘটনাটি ঘটে। রাজকুমারবাবুর বয়স ৩০ বছর। বাড়ি চন্দ্রকোণা থানার নীলগঞ্জে। ওই দুর্ঘটনার পরই চন্দ্রকোণা-পলাশচাপড়ি রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।