শ্রীকান্ত ভুঁইঞ্যা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ফুল বিক্রি করতে গিয়ে পথ দুর্ঘটনায় ফুল চাষির মর্মান্তিক মৃত্যু হল।মৃত ওই ব্যক্তির নাম মোহন ভুঁইয়া(৬৫)। বাড়ি দাসপুর থানার রাধাবল্লভচক গ্রামে। পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার ভোরে মোহনবাবু ফুল বিক্রয় করতে পূর্ব মেদিনীপুরের দেউলিয়া ফুলবাজারে গিয়েছিলেন। ফুল বাজারটি মুম্বাই রোডের একেবারে ধরে। মোহনবাবু ফুলের একটি বোঝা মাথায় নিয়ে রোড পারাপার করছিলেন, সেইসময় মেচোগ্রামগামী একটি বাইক মোহনবাবুকে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথে রোডের মধ্যে পড়ে যান তিনি, ঠিক ওই সময় একটি লরি মোহনবাবুকে পিষে দিয়ে চলে যায়। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আকস্মিক ওই দুঘর্টনায় মোহনবাবুর পরিবারে শোকের ছায়া নেমে আসে।