রনিত ভট্টাচার্য, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আধার জটে চরম সমস্যায় প্রতিবন্ধী ব্যক্তি, সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। পরিবারগুলির দাবি দ্রুত প্রশাসন তাদের পাশে দাঁড়াক। ঘটনা ঘাটাল ব্লকের বীরসিংহ গ্ৰামের।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
দরিদ্র পরিবার তবুও বঞ্চিত সরকারি সমস্ত পরিষেবা থেকে, কারণ তিনি যে প্রতিবন্ধী প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও হয়নি আধার কার্ড। আধার কার্ড না হওয়ার জন্যই সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত তারা। ঘাটাল ব্লকের বীরসিংহগ্রাম পঞ্চায়েতের পরামানিক পাটি গ্রামের বাসিন্দা বাদল পাখিরা এই নিয়ে চরম সমস্যায় রয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট্টবেলায় লেদে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় অকেজো হয়ে যায় বাদলের দুটি হাতের আঙুল। যার ফলে রেশন পরিষেবা সহ অন্যান্য সরকারি সুবিধে থেকে বঞ্চিত বাদল। কারণ এখন সব কাজেই আধার কার্ড লাগে। ভোটার কার্ড, প্রতিবন্ধী সার্টিফিকেট থেকেও কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে মিলেছে শুধুই আশ্বাস। কিন্তু আধারের সমস্যার সমাধান করতে পারেনি কেউই
বাদলবাবু বলেন, শুধুমাত্র দাসপুরের শুকদেববাবুই নয়, বহু মানুষ রয়েছেন যাদের বিভিন্ন শারীরিক সমস্যার কারণে, আধার কার্ড না করতে পারায় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এই সমস্ত মানুষ সরকারি পরিষেবা না পাওয়ার কারণে বছরের পর বছর ধরে পরিবারগুলি সমস্যায় পড়ছেন। তবে আধার কার্ড না থাকায় এলাকায় বহু প্রতিবন্ধী মানুষ যে সমস্যায় পড়েছে তা স্বীকার করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।