শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল-পাঁশকুড়া সড়কের(Ghatal Panskura road) জগন্নাথপুর বাসস্টপে। পেছন থেকে ধাক্কা সিমেন্ট বোঝাই লরির ওপর লরিকে, আহত হল চালক।
ঘটনাস্থলে হাজির দাসপুর থানার পুলিশ(Daspur police)। জানা যাচ্ছে, আজ সোমবার সকাল আটটা নাগাদ পাঁশকুড়াগামী একটি যাত্রীবাহী বাস(Passenger bus) যাত্রী তোলার জন্য জগন্নাথপুর বাসস্টপে দাঁড়িয়ে থাকে। সেই সময় পিছন দিক থেকে আনন্দপুর হলদিয়া বাসটি ওভারটেক করতে যাওয়ার সময় সামনের দিকে একটি লরি এসে যায়। লরিটি বাসটিকে বাঁচানোর জন্য ব্রেক মারে। লরির ঠিক পেছনে ছিল অপর একটি লরি, নিয়ন্ত্রণ হারিয়ে ওই পেছনের লরিটি সামনের লরিকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার সাথে সাথে লরির সামনের অংশ এক্কেবারে দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় চালক। স্থানীয়রাই উদ্ধার করে তাকে চিকিৎসার(Treatment) জন্য পাঠায়। এদিকে জনতার রোষের মুখে পড়ে সামনে থাকা লরির চালকটি, বেশ কিছুটা দূরে গিয়ে ওই বাসটিকে আটক করে এবং সামনের দিকের কাঁচ ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দাসপুর থানার পুলিশ(Police)। তবে জানা যাচ্ছে ঘন কুয়াশার কারণ সেই সঙ্গে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা(accident)।