রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিটি ব্লকে কালচারাল কম্পিটিশন অনুষ্ঠিত হবে। ঘাটাল মহকুমার প্রত্যেক ব্লকে কবে কোথায় এই প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হবে সে বিষয়ে ইতিমধ্যেই সমস্ত বিদ্যালয় ও কলেজে অবগত করা হয়েছে। ঘাটাল মহকুমার সমস্ত স্কুল ও কলেজের লিটারেসি ক্লাবের (ELC) ছাত্র-ছাত্রী তথা যারা আগামীদিনে ভোটার হতে চলেছে তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীরা যেন বেশী করে উৎসাহিত হয়ে নাম নথিভুক্ত করে সে জন্য মহকুমা শাসকের দপ্তর তথা মহকুমা নির্বাচন আধিকারিকের করন থেকে জানানো হয়েছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে বিতর্ক, কুইজ, প্রবন্ধ, ড্রয়িং, শ্লোগান ইত্যাদি। মহকুমার পাঁচটি ব্লকে ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ওই প্রতিযোগিতাগুলি হবে। বিস্তারিত জানতে প্রতি ব্লকের ইলেকশন সেলে যোগাযোগ করা যেতে পারে। •ঘাটাল ব্লক: ১২ ডিসেম্বর হবে বিতর্ক, স্লোগান। ১৩ ডিসেম্বর হবে প্রবন্ধ, অঙ্কন ও ক্যুইজ (স্থান: ঘাটাল ব্লক অফিস) •চন্দ্রকোণা-১ ব্লক: ১২ ডিসেম্বর হবে বিতর্ক, স্লোগান, প্রবন্ধ, অঙ্কন ও ক্যুইজ(স্থান: ব্লক মহাসংঘ হল) •চন্দ্রকোণা-২ ব্লক: ১৪ ডিসেম্বর হবে বিতর্ক, প্রবন্ধ, অঙ্কন ও ক্যুইজ(স্থান: কল্যানশ্রী হাইস্কুল)। •দাসপুর-১ ব্লক: ১৩ ডিসেম্বর হবে বিতর্ক, স্লোগান, প্রবন্ধ, অঙ্কন ও ক্যুইজ(স্থান: দাসপুর মিলনমঞ্চ)। •দাসপুর-২ ব্লক: ১১ ডিসেম্বর অঙ্কন, স্লোগান ও ১২ ডিসেম্বর প্রবন্ধ, ক্যুইজ ও বিতর্ক(স্থান: ব্লক অফিস ও চাঁইপাট কলেজ)।
Home রকমারি ক্রীড়া/অনুষ্ঠান ১১-১৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা: মহকুমার প্রতিটি স্কুল ও কলেজের...