এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লরি উল্টে পথ দুর্ঘটনা দাসপুরে

Published on: November 23, 2023 । 2:53 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাত সকালেই দাসপুরে(Daspur) পথ দুর্ঘটনার(Accident) কবলে মোরাম বোঝাই লরি।[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

তবে এই দুর্ঘটনা ঘাটালপাঁশকুড়া সড়কে(Ghatal-Panskura Road) নয়। ঘাটাল পাঁশকুড়া সড়কের সোনামুই(Sonamui) দিল্লির খাল থেকে জোতঘনশ্যাম মিনি মার্কেটের যে নির্মীয়মান সড়ক, সেই সড়কের নবীন মানুয়া এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ৮টা নাগাদ ওই রাস্তার কাজেরই এক লরি মোরাম বোঝাই করে নিয়ে যাবার পথে নবীনমানুয়ার বাঁক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। স্থানীয়দের তৎপরতায় লরির চালক ও খালাসি উদ্ধার হয়েছে।।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।