সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সোমবার রাতে দাসপুরের বেলতলা থেকে রব উঠেছিল রাধাকান্তপুর এলাকার কেউ নাকি লটারিতে ১ কোটি টাকা পেয়েছে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আর তারপরই আজ মঙ্গলবার বেলা বাড়তেই বেলতলা লাগোয়া দাসপুর থানার রাধাকান্তপুর,চক ঝুমঝুমি খাটবাড়ই এলাকায় একের পর এক চুরির ঘটনা। আজ মঙ্গলবারের বেলা বাড়তেই ক্রমশ চাঞ্চল আরও ছড়াচ্ছে এলাকায়। অভিযোগ এই চুরির ক্ষেত্রে সবাই প্রায় বাড়ির মধ্যেই ছিলেন। মনে করা হচ্ছে মুখের সামনে কিছু স্প্রে করে সোমবারের গভীর রাতে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগ রাধাকান্তপুরের গণেশ জানা,নির্মল কর,খাটবাড়ই এলাকার ঝুমা সামন্তদের বাড়িতে সোমবারের রাতে চুরি হয়। নির্মল করের বাড়ি থেকেই প্রায় দেড় লক্ষ টাকার সোনার গহনা চুরি গেছে।ঝুমা সামন্তের বাড়ি থেকে নগদ ৩হাজার টাকা চুরি গেছে। তবে গণেশ জানার বাড়িতে কেউ নেই বলে তাদের পরিবারের অন্যান্য সদস্যরা জানাতে পারছেন না চুরির পরিমানটা ঠিক কত। খবর পেয়ে আজ মঙ্গলবার বেলা প্রায় ১০টা থেকেই এলাকায় পৌঁছেছে দাসপুর থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে যে যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সেই বাড়ি গুলি। জিজ্ঞাসাবাদে একটি তথ্য উঠে আসছে। আগের দিন অর্থাৎ সোমবার কেউ নির্মল কর যার বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকার সোনার গহনা চুরির অভিযোগ তাকে কেউ জিজ্ঞাসা করেছিল লটারিতে ১ কোটি টাকা উঠেছে কিনা। উল্লেখ্য এই নির্মল কিন্তু এক লটারি ব্যবসায়ী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই ১ কোটি টাকার খোঁজে কেউ বা কারা বাইক নিয়ে এলাকায় একের পর এক বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি নিয়ে দাসপুর থানার পুলিশ মুখ খুলতে নারাজ। জানা যাচ্ছে তদন্তে নেমে একাধিক তথ্য তারা পেয়েছে। আশা করা যাচ্ছে এই চুরির ঘটনার মূল পাণ্ডারা খুব শীঘ্রই পুলিশের হাতের নাগালে আসবে।