তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা-১ ব্লকের দীর্ঘদিনের তৃণমূল নেতা সুজয় পাত্র চলে গেলেন। আজ ৮ সেপ্টেম্বর ঘাটাল হাসপাতালে রাত দশটা নাগাদ সুজয় পাত্র মারা যান। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এবারের পঞ্চায়েত নির্বাচনের দিন অসুস্থ শরীর নিয়ে চন্দ্রকোণা-১ ব্লকের বিভিন্ন বুথে কর্মীদের সাথে দেখা করেন। অনেক কর্মী এই পুরানো দিনের নেতাকে পেয়ে আপ্লুত হয়। জানা যায়, গত দু-তিন দিন ধরে অসুস্থতা অনেকটাই বেড়েছিল। আজ অসুস্থতা বাড়লে ঘাটাল হাসপাতালে সুজয়বাবুকে ভর্তি করা হয়। সেখানেই তিনি আজ রাত্রি দশটা নাগাদ তিনি মারা যান। ছাত্র অবস্থায় ঘাটাল কলেজে ছাত্র পরিষদ দিয়ে রাজনীতির শুরু। তারপর থেকেই দীর্ঘদিন কংগ্রেসি রাজনীতির আঙিনায় ছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন । ২০২২ সাল পর্যন্ত তিনি চন্দ্রকোণা-১ ব্লকের সভাপতি ছিলেন। দীর্ঘদিন তিনি ক্ষীরপাই পৌরসভার কাউন্সিলার হিসাবে কাজ করেছেন। ঘাটাল এল.ডি ব্যাংকের প্রাক্তন ডাইরেক্টর ছিলেন। সুজয়বাবুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান দুর্গাশংকর পান বলেন, সুজয় পাত্রের মৃত্যুতে ডানপন্থী রাজনীতির বড় ক্ষতি হলো।