অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমি জেলাস্তরে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গানের প্রতিযোগিতার আয়োজন করেছে।ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি বলেন, আগামী আগামী ১৮ আগস্ট ২০২৩ তারিখে সকাল ১০টায় মেদিনীপুর বিদ্যাসাগর হলের গীতাঞ্জলি মুক্ত মঞ্চে ওই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ১৭ বছর থেকে ২৭ বছর বয়সী পুরুষ ও মহিলা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এক এক জন প্রতিযোগী কেবলমাত্র একটি বিভাগেই অংশগ্রহণ করার সুযোগ পাবেন। জেলা স্তরের শুধুমাত্র প্রথম, দ্বিতীয় স্থানাধিকারীরাই সরাসরি রাজ্যস্তরের রবীন্দ্র সঙ্গীত ও আধুনিক বাংলা গানের প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য বিবেচিত হবেন। দার্জিলিং ও কালিংপঙ জেলা বাদে সকল জেলা ও শিলিগুড়ি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারিকে জেলাস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ প্রমাণপত্র দেওয়া হবে। প্রমাণপত্রটি রাজ্যস্তরের প্রতিযোগিতার দিন প্রতিযোগীদের অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে।প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী প্রতিযোগী জেলা বা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেখানেই জমা দিতে পারবেন। [আবেদন পত্র এখানে 👇 ক্লিক করে ডাউনলোড করতে পারেন] আরো বিস্তারিত তথ্যের জন্য ঘাটাল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মোবাইল নম্বর: ৭০৭৬৩৫৫৭৭৯/ ৭৩৮৪৮৬৬৮১৯