এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মোবাইল চুরি করতে এসে হাতেনাতে ধৃত ১,পরে আরও ১

Published on: July 10, 2023 । 12:29 AM

বাবলু মান্না,দাসপুর: এলাকায় লাগাতার মোবাইল চুরি। তক্কেতক্কে ছিল গ্রামবাসীরা। ১০ জুলাই রবিবার দাসপুর থানার বেনাই গ্রামে মোবাইল চুরি করতে গিয়ে হাতনাতে ধরা পড়ল দুই যুবক। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হল। ঘটনা দাসপুর থানার বেনাই গ্রামের মল্লিক পাড়ার। বেনাই গ্রামের মল্লিক পাড়ার বাসিন্দা শেখ মইদুল বলেন,রবিবার সকালে ওই এলাকারই এক যুবক বাড়ির মধ্যে রাখা মোবাইল চুরি করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে ওই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো একজনকে আটক করে পুলিশ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭