এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ডক্টরস ডে’তে ঘাটাল মহকুমা হাসপাতালের ২২ জন ডাক্তারকে সম্মান জানালো ঘাটালের ঐক্যবদ্ধ

Published on: July 1, 2023 । 11:13 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ ১ জুলাই “ডক্টরস ডে”। আজকের দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করল ঘাটালের মহিলা দ্বারা পরিচালিত সংস্থা ঐক্যবদ্ধ।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সহ ২২ জন ডাক্তারবাবুকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে কৃতজ্ঞতা ও সম্মাননা জানালেন ঐক্যবদ্ধর সদস্যরা। ডাক্তার বাবুদের ভগবানের আর এক রূপ বলে মনে করা হয় এবং তাঁদের সামাজিক অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে ঐক্যবদ্ধর তরফে পিউ ঘোষ, রণিতা পাত্র, শম্পা মাজি, রিয়া মাজি, সৌমিতা পাল, পিয়ালি ডাগুর, রিয়া জানা বলেন, প্রতি মুহূর্তে ডাক্তারবাবুরা যেভাবে মূমূর্ষ রোগীদের প্রাণ বাঁচিয়ে আমাদের আপনাদের সকলের আপনজনদের রক্ষা করে চলেছেন তাতে তাদের আজকের দিনে সম্মান জানাতে পেরে আমরা গর্ব অনুভব করছি। কোভিডের মতো কঠিন পরিস্থিতিতেও এই ডাক্তারবাবু ও নার্সদের সহযোগিতাতেই সুস্থ হয়ে ফিরেছেন কত মানুষ। আজকের অনুষ্ঠানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত ছিলেন স্বাতী দাস বিশ্বাস এবং বিশেষভাবে সহযোগিতা করেছেন রিনা সিংহ।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015