সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: রান্নার গ্যাসের চেকিং এর নামে টাকা তোলার অভিযোগ উঠল। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে ওই অভিযুক্তদের আটকে রাখলো গ্রামবাসীরাই। খবর গেল দাসপুর থানায়। পুলিশ এসে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ২ জনকে নিয়ে গেল দাসপুর থানায়। ঘটনা দাসপুর থানার শ্যামসুন্দরপুরে। অভিযোগ, আজ মঙ্গলবারের বিকেলে কয়েকজন নিজেদেরকে দাসপুরেরই জগন্নাথপুরের এক রান্নার গ্যাসের এজেন্সির কর্মীর পরিচয় দিয়ে শ্যামসুন্দরপুর গ্রামের বাড়ি বাড়ি যায়। যাদের ওই নির্দিষ্ট কোম্পানির রান্নার গ্যাস তাদের গ্যাস ওভেন খতিয়ে দেখে অনেককেই নানা ভাবে হুমকি দেওয়া হয়। পাশাপাশি বলা হয় গ্যাসের আগামী ৫ বছরের জন্য রিনিউ করতে হবে। তার জন্য দিতে হবে ২৩৬ টাকা এবং এই টাকা দেওয়া বাধ্যতামূলক। এর পরেই ওই গ্রামে উত্তেজনা ছড়ায়। ২ ব্যক্তিকে ধরে রাখে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, এতবছর তাঁরা গ্যাস ব্যবহার করছেন কই এর আগে তো এমন টাকা দিতে হয়নি। একে গ্যাসের আকাশ ছোঁয়া দাম তার ওপর গ্যাসের রিনিউয়াল? ওই কর্মীদের সাথে বচসায় জড়ায় বহু মানুষ। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে দাসপুর থানায় নিয়ে যায়। পুলিশের তরফে সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। তবে যে জগন্নাথপুরের গ্যাস এজেন্সির নামে কর্মীদের এই টাকা তোলা বা হুমকির অভিযোগ সে গ্যাস এজেন্সির মালিক তুষার মণ্ডল জানান, তাঁদের কাছে পেট্রোলিয়াম দপ্তরের নির্দেশ আছে। দাসপুরের অনেক বাসিন্দাই প্রশ্ন তুলেছেন নির্দেশ থাকলে অন্যান্য জায়গায় টাকা কেন নেওয়া হচ্ছে না। অন্যদিকে সরকারের তরফে সামগ্রিক ভাবে কোনও বিজ্ঞপ্তি নেই কেন? দিনে দুপুরে সরল সাধারণ গ্রামবাসীদের বাড়ির মধ্যে গিয়ে এভাবে হুমকি কেন? আমরা কথা বলি ওই সংস্থার সেলস ম্যানেজার প্রসেনজিৎ মাইতির সাথে। তিনি বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি। তবে এই টাকা বাধ্যতা মূলক নয়। প্রতি ৫ বৎসর অন্তর গ্রাহকদের রান্নার গ্যাস থেকে বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা করতে গ্যাসে ওভেন, পাইপ বা সিলিন্ডারের রেগুলেটর এর চেকিং হয়। ফুল সার্ভিসিং বা গ্রাহকের রান্নার গ্যাসের কিছু যন্ত্রাংশ নতুন লাগাতে হলে তার জন্য টাকা দিতে হবে। কিন্তু এভাবে রিনিউয়ালের নামে টাকা নেওয়া যাবে না।
Home এই মুহূর্তে ব্রেকিং দাসপুরে গ্যাসের রিনিউয়ালের নামে হুমকি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস...