দাসপুরের স্কুল ছাত্রছাত্রীরা মেতেছে মাদকচক্রে: গভীর রাতে নেশায় বেহুঁশ ছাত্রীকে রাস্তা থেকে উদ্ধার, থানায় আটক দুই ছাত্র

•ছবিটি প্রতীকী

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল:  দাসপুর থানার একটি নামী স্কুলের দশম এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা মেতেছে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] নানান রকম মাদক নেশায়। গাঁজা, মদ সব নেশাই ধরেছে তারা। আর নেশার কবলে পড়ে সব কিছু দিক দিশা হারিয়ে ফেলছে তারা। অভিযোগ, ৩১ মার্চ সন্ধ্যায় ওই স্কুলের ১২ জন ছাত্র এবং ৬ জন ছাত্রী টিউশনি গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে বসে নেশার আড্ডা। ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও সেই নেশার আড্ডায় সমান ভাবে অংশগ্রহণ করে। নেশা করতে করতে এমনই পরিস্থিতি হয়, কয়েক জন নির্দিষ্ট সময়ে আর বাড়ি ফিরতে পারেনি। গভীর রাতে জোৎঘনশ্যাম বাজার এলাকায় এক ছাত্রীকে ক্ষত-বিক্ষত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখে তাকে তার বাড়ির লোকেরা তুলে নিয়ে যান। ছাত্রীটির বর্তমানে ঘাটাল শহরের একটি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে চিকিৎসা চলছে। ছাত্রীর বাবার কাছ থেকে মৌখিক ভাবে অভিযোগ পেয়ে পুলিস ১ এপ্রিল দুই ছাত্রকে আটক করেছে। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, ঘটনাটির বিস্তারিত খোঁজ নিয়ে জানাচ্ছি। জোতঘনশ্যাম হাইস্কুলের প্রধান শিক্ষক নির্মল দাসকর্মকার বলেন, খুব উদ্বেগের বিষয়। ছাত্রছাত্রীরা কোনও পথে এগোচ্ছে ভেবে ওঠা যাচ্ছে না। তিনি বলেন, হাতে অ্যান্ডয়েড ফোন, পর্যাপ্ত টাকাই এই নৈতিক অধঃপতনের অন্যতম কারণ। তাই অভিভাবকদের এনিয়ে কড়া নজরদারি দরকার।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ওই রাতে টিউশনি থেকে ফেরার পরই কোনও একটি গোপন ডেরায় ওই ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে নেশার আড্ডা বসায়। সেখানেই মাত্রাতিরিক্ত নেশা করে বেঁহুশ হয়ে পড়ে অনেকেই। তারমধ্যে ওই ছাত্রীটির অবস্থা ছিল আরও সঙ্গীন। ওই অবস্থায় ছাত্রীটি বাড়ি পৌঁছাবে কিভাবে সেই চিন্তায় পড়ে গিয়েছিল তার সঙ্গীরা। তাই রাতে তাকে কোনও রকমে বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে চলে যায়। ছাত্রীটির শরীরে কয়েক জায়গায় চোটের চিহ্ন রয়েছে। ওই আড্ডায় নেশা করার পর ছাত্রীদের উপর আরও কিছু ‘অসংলগ্ন’ আচরণ করা হয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
১ এপ্রিল সকালে ওই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে জোৎঘনশ্যাম সহ সারা দাসপুর থানার অভিভাবকদের দুশ্চিন্তায় রাতের ঘুম ছুটেছে। জোতঘনশ্যাম এলাকার বাসিন্দারা বলেন, সম্প্রতি ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন রকম মাদক নেশা করার প্রবণতা বাড়ছে। তাদের ব্যাগ থেকেও মাঝে মাঝে গাঁজা উদ্ধার হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।