এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমার ট্রান্সফরমার চুরির ঘটনার সঙ্গে যুক্ত এক পাণ্ডাকে ঝাড়গ্রাম থেকে গ্ৰেপ্তার করা হল

Published on: March 22, 2023 । 1:08 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: মাস তিন-চারেক ধরে ঘাটাল মহকুমার পাশাপাশি জেলাতেও বিভিন্ন জায়গায় ট্রান্সফরমারের তামার তার সহ অন্যান্য যন্ত্রাংশ চুরি যায়। তার মধ্যে চন্দ্রকোণা থানার রামজীবনপুর ও ক্ষীরপাই এলাকারও বেশ কয়েকটি চুরির ঘটনা রয়েছে। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী জানিয়েছেন, গতকাল ২১ মার্চ ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনার সঙ্গে যুক্ত এক পাণ্ডাকে ঝাড়গ্ৰামের লোধাশুলি থেকে গ্ৰেপ্তার করে পুলিশ। সুদেব মণ্ডল নামের ওই দুষ্কৃতীর বাড়ি বর্ধমান আয়ুসগ্ৰাম থানার আমড়াগড়ে। দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি স্করপিও গাড়ি এবং ট্রান্সফরমার চুরির কিছু যন্ত্রাংশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আজ দুপুরে ওই অভিযুক্ত যুবককে ঘাটাল মহকুমা আদালতে তোলার সময় পুলিশ রিমান্ড চাওয়া হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad