তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণায় আলু ব্যবসায়ী বিষ খেয়ে আত্মহত্যা। ঘটনা চন্দ্রকোণা থানার হেমতপুর গ্রামের। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মৃত ব্যক্তির নাম সুকুমার ঘোষ (৫৭)। জানা যাচ্ছে, সুকুমারবাবু স্টোরে ১০ গাড়ি আলু রেখেছিলেন। আলু রাখার জন্য নিজের স্ত্রীর ও আত্মীয়দের কাছ থেকে গয়না নিয়ে কালিকাপুরের এক সোনা ব্যবসায়ীর কাছে সাড়ে তিন লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এমনিতেই এই মরশুমে স্টোরে যারা আলু রেখেছিলেন গড়ে ১০০ কুইন্ট্যাল আলুতে প্রায় ১ লক্ষ টাকার উপর লোকসান হচ্ছে। সুকুমারবাবু দেড় মাস যাবৎ এই নিয়ে অবসাদে ভুগছিলেন। বাড়ি থেকে বের হচ্ছিলেন না। কারোর সঙ্গে কথাবার্তা সেভাবে বলছিলেন না। তার উপর বন্ধকি সোনা ছাড়াতে গিয়ে দেখেন দোকানদার দোকানে তালা ঝুলিয়ে বেপাত্তা হয়েছে। দোকান বন্ধ দেখে তিনি আরও ভেঙে পড়েন বলে বাড়ির লোকের দাবি। গতকাল সন্ধ্যার দিকে সুকুমারবাবু বিষ খান। বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করতে করতে তাঁকে বাড়ির পাশের জমি থেকে উদ্ধার করেন। তারপর তাঁকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘাটাল থেকে মেদিনীপুরে রেফার করার পরামর্শ দেন চিকিৎসকেরা। মেদিনীপুর যাওয়ার পথে সুকুমারবাবু মারা যান। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।