সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ব্যাস্ত রাস্তাঘাট,জনবসতি আজ রবিবার বিকেল গড়িয়ে সন্ধ্যে এলাকার এক পুকুরে ভেসে উঠল এক দেহ। আর তা নিয়েই চাঞ্চল্য। ঘটনা দাসপুর থানার ডিহিবলিহারপুর গ্রামের। গ্রামের মাঝে রাজাপাড়ার মনসাপুকুরে রবিবারের বিকেল প্রায় ৫টা নাগাদ দেখা যায় এক ব্যক্তির দেহ ভাসতে। দেহ উল্টো হয়ে ভাসছে, দেহ দেখে প্রাথমিকভাবে সনাক্ত করা যায়নি। পরে খবর যায় দাসপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে দেহ উদ্ধার করে। জানা যাচ্ছে, ওই দেহ দাসপুরেরই শিমুলতলা এলাকার বাসিন্দা মাধব দোলই এর। বয়স প্রায় ৪৫ বছর। ঠিক কীভাবে এই মৃত্যু এবং কীভাবে এই পুকুরে এলো তাঁর দেহ। জলে ডুবেই মৃত্যু কিনা। এই সব বিষয়ে উঠছে প্রশ্ন। তবে দাসপুর পুলিশের তরফে ইতিমধ্যেই ওই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানাচ্ছে ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অন্যদিকে মৃতের পরিবারের তরফে জানা যাচ্ছে শনিবার ২৬ নভেম্বর রাত থেকেই নিখোঁজ ছিলেন মাধববাবু। আর আজ ২৭ নভেম্বর রবিবার মাধবের দেহ মিলল বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরের পুকুরে। মাধম বিবাহিত তার ৩ সন্তানও আছে।