দুঃস্থ পরিবারের সদস্যদের পোশাক বিতরণ

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের নিমতলা ও তার পাশ্ববর্তী এলাকার অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ও আদিবাসি সম্প্রদায় পরিবারের প্রায় ৯০ জন শিশুর হাতে ‘হর্ষদ্যুতি’ নামে এক সংস্থার সদস্য ও সদস্যাগণ ‘নমঃতস্মৈ’ কর্মসূচির মাধ্যমে তুলে দিল শারদীয়ার উপহার স্বরূপ পুজোর পোশাক। ওই সংস্থার এই উদ্যোগ পুজোর আগে খুশি ছড়িয়েছে ওই সকল মানুষদের মধ্যে। সংস্থার সভাপতি সুফল মণ্ডল বলেন,  সাধারণত পুজোর দিনগুলোতে ছোটোরাই বেশি আনন্দ উপভোগ করে থাকে। আর তাদের খুশিতেই পরিবারের সবাই খুশি। তাই সীমিত সাধ্যে ‘হর্ষদ্যুতি’ উদ্যোগ নিয়েছে ওদের পুজোয় পোশাক দেওয়ার। তিনি আরও বলেন, শুধু এখানেই আটকে না থেকে আগামীতে যেন আরও সুন্দর সুন্দর কাজ করতে পারে আমাদের ‘হর্ষদ্যুতি’ সংস্থা, সেজন্য সমাজের সকল ব্যক্তিকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।

পুজোয় নতুন পোশাক আদিবাসী সম্প্রদায়ের ওই শিশুগুলির মুখে হাসি ফুটেছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/