সৌমেন মিশ্র: আজ রবিবার মহালয়ার সাতসকালে দেবীপক্ষের সূচনালগ্নে ১৮ জন লেখিকার লেখা প্রকাশ করে এক নজির সৃষ্টি করলো দাসপুরের কোরাস সাহিত্য পত্রিকার অনলাইন সংকলন ই-কোরাস। পত্রিকা সম্পাদক দুঃখানন্দ মণ্ডল জানাচ্ছেন এটা তাঁদের ৭৫ তম সংখ্যা। তিনি বলেন,কোরাস সাহিত্য পত্রিকা ১৫ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়েছে। গ্রামবাংলার মানুষের কথা নিয়ে প্রকাশিত হয়েছে হাট সংখ্যা, গ্রাম সংখ্যা। এই ১৫ বছর ধরে অনেক গুণী লেখকের লেখা প্রকাশিত হয়েছে। ই-কোরাসের এটি ৭৫ তম সংখ্যা। আগে প্রতিমাসে প্রকাশিত হতো একটি সংখ্যা। বর্তমানে প্রতি সপ্তাহের রবিবার প্রকাশিত হচ্ছে। মহালয়া উপলক্ষে বিশেষ সংখ্যা “দেবীপক্ষঃনারীশক্তি” প্রকাশিত হলো আজ। ১৮ জন মহিলা লেখিকার লেখা প্রকাশ পেল এই সংখ্যায়। এপার বাংলা এবং ওপার বাংলার লেখিকাদের দেবীপক্ষ নিয়ে মুক্ত গদ্য প্রকাশ পেল। প্রচ্ছদ করেছেন শায়ননেন্দ্র বেরা।
যারা কলম ধরেছেন –
রত্নদীপা দে ঘোষ,তাহমিনা শিল্পী,জয়া গুহ,অন্তরা ঘোষ, মিঠু মণ্ডল,শুভশ্রী নায়েক,সোমা মুৎসুদ্দী,সুস্মিতা কৌশিকী,পিঙ্কি পাল,মহুয়া ব্যানার্জী,অজন্তা,রায় আচার্য,রাখী দে,মৃত্তিকা মুখোপাধ্যায়,বনশ্রী রায় দাস,জয়া মুখার্জী,মৃণালিনী ভট্টাচার্য,প্রিয়াঙ্কা চক্রবর্ত্তী মজুমদার ও সুজাতা চক্রবর্তী।
পত্রিকাটি পড়তে https://korassuratpur.blogspot.com/2022/09/blog-post_24.html