দাসপুরের দিনের আলোয় বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানা এলাকায় দিনে দুপুরে বৃদ্ধের গলা থেকে দু’টি হার ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ ১৪ ডিসেম্বর দাসপুরের রামপুরে। ওই বৃদ্ধার নাম রেবতী মাইতি। রেবতীদেবী বলেন, আজ বেলা সাড়ে ১১টা নাগাদ সামনের একটি সিএসপি থেকে টাকা তুলে ফিরছিলাম, সেই সময় ফেরার পথে একটি বাইকে করে দুই যুবক হঠাৎ এসে দাঁড়ায় আমার সামনে এবং আমাকে একটি ঠিকানা জিজ্ঞাসা করে। আমি একটু অন্যমনস্ক হতেই সেই সুযোগ বুঝে দুষ্কৃতীরা গলা থেকে দুটি হার ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। বৃদ্ধা জানান, একটি সোনার হার ও একটি রুপোর হার ছিল। দু’টি হার মিলে প্রায় ৫০ হাজার টাকারও বেশি হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি আমাদের কানে এসেছে। কিন্তু থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে তারা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করবে।

এলাকাবাসীরা দাবি তুলেছেন, ব্যস্ততম এই রাস্তায় দিনদুপুরে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাই পুলিশ যদি এই রাস্তার ওপর নজরদারি চালায় তাহলে স্থানীয়রা একটু আশ্বস্ত হবে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/