সবুজ বাঁচিয়ে পৃথিবী রক্ষায় রাজনগরে এক সংস্থার বিশেষ প্রয়াস

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: লাগাতার করোনা পরিস্থিতির মাঝেই,বিশ্বজুড়ে সবুজ বিলুপ্তির মহা সঙ্কটের সংকেত গোদের ওপর বিষ ফোঁড়া। পরিচ্ছন্ন গ্রামাঞ্চল ক্রমশ প্লাসিকের জঞ্জালে ভরে যাচ্ছে,সবুজ গ্রাম ক্রমশ ধূ-ধূ মাঠে পরিনত হচ্ছে লাগাতার বৃক্ষচ্ছেদনের জেরে। আধুনিক শহরের কংক্রিটে সবুজায়ন সম্ভব নয়,গ্রামের সবুজ ফিরিয়ে এনে পরিচ্ছন্ন সবুজ গ্রামই রক্ষা করতে পারে এই বিশ্বকে আর এই মহা যজ্ঞে সৈনিক আধুনিক প্রজন্ম। এই ভাবনাকে পাথেয় করেই স্বেচ্ছাসেবী সংস্থা নেহরু যুবকেন্দ্রের তরফে দাসপুরের রাজনগর রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আজ রবিবার রাজনগর উচ্চবিদ্যালয়ের সভাকক্ষ্যে ক্লিন ভিলেজ গ্রীন ভিলেজ নামে এক বিশেষ শিবির হল। এলাকার প্রায় ১২০জন যুবক যুবতী এদিনের এই অনুষ্ঠানে যোগ দেন। উদ্যোক্তাদের তরফে সঞ্জয় আদক,স্বপন দিয়ান,সুদীপ ঘোষ,তপন সামন্তরা জানান,আজ ২৮ শে নভেম্বর রবিবার সারাদিন ব্যাপী গ্রামের পরিচ্ছন্নতা ও সবুজায়নের উপর এই বিশেষ কর্মসূচি চলে। সকালের দিকে এলাকার কিছু অংশে তাঁরা এ বিষয়ে পাড়ায় পাড়ায় সচেতনতামূলক প্রচার চালান। বিকেলে এলাকার যুব সমাজকে নিয়ে এই বিষয়ের উপর বিশেষ প্রশিক্ষক শিবির করেন। শিবিরে উক্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন রাজনগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস পোড়েল,বালিতোড়া বসনবালা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তাপস ঘোষ,শ্রীরামপুর বিদ্যাসাগর শিক্ষা মন্দিরের শিক্ষক নিখিলেশ ঘোষ,জেলার সবং ব্লকের CDPO অরুনাভ মাইতি। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিক্ষক ও সমাজ সচেতক সুনীল আকাশ আলু।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/