এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রহস্যজনকভাবে গ্ৰামে কিছু পুঁতে দিয়ে গেলো অচেনা কয়েকজন,আতঙ্কে গ্ৰামবাসীরা

Published on: August 21, 2021 । 11:03 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: গ্রামের মধ্যে রহস্যজনকভাবে কেউ বা কারা কিছু পুঁতে দিয়েছে, এই সন্দেহেই দাসপুর থানার সোনামুইতে আতঙ্ক ছড়াল। স্থানীয়রা জানান, আজ ২১ আগস্ট সন্ধ্যেতে সোনামুইয়ের দিল্লির(সোলাটোপা)খালের পাশে একটি গাড়িতে করে আসা কয়েকজনকে কিছু একটা পুঁততে দেখা যায়। স্থানীয় এক মহিলা পুরো ঘটনাটি দেখেছেন বলে স্থানীয়দের দাবি। কিন্তু মহিলা একা থাকায় তিনি ওই সময় বেশি কৌতূহল দেখাতে বা প্রতিবাদ করতে পারেননি। কিন্তু তারা চলে যাওয়ার পরই মহিলাটি গ্ৰামবাসীদের জানালে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ওই গ্রামের এক বাসিন্দা বলেন, গ্ৰামের মধ্যে রহস্যজনকভাবে অচেনা লোকজনের কিছু পুঁতে যাওয়ায় আমরা সবাই আতঙ্কিত হয়েছি। পুলিশ যেন দ্রুত এসে বিষয়টির সুরাহা করে।

দাসপুর থানার পুলিশ জানিয়েছে তারা বিষয়টি জানার পরই খোঁজ নেওয়ার ব্যবস্থা করছে।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/