ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘাটাল শহরে, আতঙ্ক

সুইটি রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ৫ আগস্ট বৃহস্পতিবার ঘাটাল শহরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কুশপাতার একটি দোতলা বসত বাড়িতে এদিন ভোরে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাড়ির মালিক দেবাশিস ঘোষাল, যিনি দাসপুরের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই এক পরিবার ওই বাড়ির দোতলায় ভাড়ায় থাকতেন। আতঙ্ক এবং প্রচণ্ড ধোঁওয়াতে অসুস্থ হয়ে পড়েন ওই পরিবারের লোকেরা। তাঁদের চিৎকারে সাথে সাথেই স্থানীয় বাসিন্দারা হাজির হন ঘটনাস্থলে এবং খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডেও। ঘাটাল থানার পুলিশও সাথে সাথেই পৌঁছন ঘটনাস্থলে।স্থানীয়দের চেষ্টায় ফায়ার ব্রিগেড পৌঁছনোর আগেই আগুন অনেকখানি নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ারব্রিগেডের কর্মীরাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন । ঘাটাল ফায়ার ব্রিগেডের সাব অফিসার সৌরভ মন্ডল জানান, ভোর রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে হাজির হই। খুব তাড়াতাড়িই আগুন নিয়ন্ত্রণ করে বাড়ির লোকদের উদ্ধার করা গেছে। ইলেক্ট্রিকের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলেই অনুমান পুলিশ ও ফায়ারব্রিগেডের। যদিও কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করা গেছে তবুও ক্ষতির পরিমাণ সামান্য নয়। আগুনে পুরোপুরিভাবে পুড়ে গেছে ওই বাড়ির নিচের তলায় রাখা দুটি বাইক এবং একটি স্কুটি। এদিনের আগুনের ফলে একজন শিশু সহ ওই পরিবারের তিনজন সদস্যই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের প্রচেষ্টায় তিনজনকেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com