নিজস্ব সংবাদদাতা,স্থানীয় সংবাদ ঘাটাল: ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সম্প্রসারণের কাজ অনেক দিন আগেই শুরু হয়েছে। তারই প্রাথমিক কাজ হিসেবে রাস্তার সম্প্রসারণের জন্য যতটা জায়গা দরকার তা মুক্ত করার কাজ ঘাটাল শহরেও শুরু হল। পূর্ত দপ্তর বেশ কয়েক মাস আগে রাস্তার দুদিকে পূর্ত দপ্তররে জায়গার উপর থাকা দলখদারদের নির্মাণ ভেঙে নিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। এত দিন পর ১০ জুলাই শনিবার থেকে ঘাটাল শহর মধ্যে ওই রাস্তার দু’দিকে থাকা দোকানদাররা নিজেদের দোকানঘর কাঠামো সহ ভেঙে নেওয়ার কাজ শুরু করেছেন।
মোট ৩১ কিলোমিটার ৭৫০মিটার রাস্তাটির ১৬৬ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তাটিকে দু’লেন রূপান্তরিত করা হচ্ছে। সেজন্য রাস্তাটিকে ১০ মিটার চওড়া করা হবে। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাস্তাটির সিংহভাগ ১০ মিটার চওড়া হলেও ঘাটাল পুরসভা এলাকার শিলাবতী নদীর ব্রিজ থেকে গোবিন্দপুরের তোরণ পর্যন্ত রাস্তার দু’দিকে ১৫ ফুট করে একটি করে সার্ভিস রোড করা হবে। তারপর পাঁচ ফুটের একটি ফুটপাতও থাকবে। ফলে ঘাটাল শহর লাগোয়া অনেকটা করেই জায়গা লাগবে
ক্যামেরায় আকাশ দোলই। ডেক্স এডিটিঙে মন্দিরা মাজি।