play_circle_filled

Latest Posts

রাস্তার হাল ফেরাতে দাসপুরে সারা গ্রাম রাস্তায়

বছর গড়িয়েছে ফেরেনি রাস্তার হাল বৃষ্টি নামতেই দাসপুরের গৌরা গ্রাম পঞ্চায়েত এলাকার নবীন মানুয়া হয়ে জ্যোতঘনশ্যাম যেতে নাভিশ্বাস আসপাশের ১৫ থেকে ২০টি গ্রামের বাসিন্দাদের। অবশেষে রাস্তার হাল ফেরাতে সারা গ্রাম ওই রাস্তায় নেমেছে। রাস্তার হাল ফেরাতে আজ ১১ জুন শুক্রবারের সকাল থেকেই ওই রাস্তার সীতারামচকে গ্রামিবাসীরা শুরু করে পথ অবরোধ। দাবি একটাই দ্রুত রাস্তার হাল ফেরাতে হবে।

কিন্তু গৌরা গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে জোতঘনশ্যাম প্রায় ৬ কিলোমিটার রাস্তার এমন বেহাল দশা হল কেন? জানা যাচ্ছে তেল কোম্পানি IOCL এর মাটির নিচ দিয়ে পাইপ লাইনের কাজ চলছে প্রায় ১ বছররও বেশি সময় ধরে। তার জেরে রাস্তা পুরো খুঁড়ে ফেলা হয়েছে। আর বর্তমানে সে রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াত আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না। বিক্ষোভরত গ্রামবাসী সুলেখা পাল জানান,খারাপ রাস্তার জেরে মুমূর্ষু রোগী থেকে গর্ভবতী মহিলা,এবং করোনা আক্রান্ত গ্রামবাসীদের এই রাস্তা দিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া দূরুহ হয়ে উঠেছে।

পথ অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে গৌরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভাকর পাল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। কথা বলেন ওই তেল কোম্পানির বরাতপাওয়া ঠিকাদারের সাথে। গ্রামিবাসীদের আশ্বাস দেন আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই রাস্তার হাল ফেরানোর কাজ শুরু হবে। গ্রামবাসীরা এই আশ্বাস পেয়ে প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর অবরোধ তোলেন।

Latest Posts

Don't Miss