এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আমেরিকার চাকরি ছেড়ে ছাগল চাষে মজেছেন দুই ভাই

Published on: June 9, 2021 । 12:37 PM

কুণাল সিংহরায়,‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আমেরিকার প্রমোদতরীর চাকরি এবং ব্যবসা ছেড়ে বীরসিংহে ছাগল চাষ শুরু করলেন দুই ভাই। শুনতে অবাক লাগলেও সত্যি এটাই। ঘাটাল মহকুমার বীরসিংহ পাথরার সঞ্জয় ঘোষ কাজ করেন আমেরিকার ফ্লোরিডা স্টেটের কার্নিভাল ক্রুশলাইনে। যার প্রমোদতরী ভ্রমণ পৃথিবী বিখ্যাত। সেই সংস্থার ফুড অ্যান্ড হাইজিন বিভাগের ট্রেনার সঞ্জয়বাবু। দীর্ঘ ১৬ বছরের কর্মজীবন আমেরিকায়। অতিমারির কারণে গতবছর ফিরে এসেছেন দেশে। ভাই শেখর ঘোষও আমেরিকায় ফার্মাসি ও প্যাথলজিক্যাল যন্ত্রপাতির ব্যবসা করেন। তিনিও অতিমারির কারণে দেশে ফিরেছেন। কবে আবার ফিরতে পারবেন আমেরিকায় জানেন না দুই ভাই। তাই ছাগলের ফার্মের বিষয়টি মাথায় আসে। পাথরাতেই দুই ভাই তৈরি করেছেন একটি ছাগল পালনের ফার্ম। জৈব খামারটির নাম রেখেছেন প্রয়াস ফার্ম। একটি পুরুষ ছাগল আর ১৬ টি মেয়ে ছাগল নিয়ে বিজ্ঞানসম্মত ভাবে তৈরি এই ফার্মটিতে ছাগল থাকে দোতলায়। নীচের তলায় ছাগলের মলমূত্র পড়ার ব্যবস্থা। সাত লক্ষ টাকা বাজেটের এই ফার্ম থেকে ছ’মাস পর থেকেই লাভের মুখ দেখা সম্ভব হবে বলে সঞ্জয়বাবু জানান। বর্তমানে চারজন ফুলটাইমার ফার্মে কাজ করছেন। দুই ভাই একটি মৎস খামারও তৈরি করতে চলেছেন। ফার্মে ছাগলচাষের লাভজনক ব্যবসার বিষয়টি বুঝিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে সাহায্য করাও দুই ভাইয়ের উদ্দেশ্য। আমাদেরর ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/ •ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad আমাদেরের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en •টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015