ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল পারাপারের বাঁশের সাঁকো মাথায় হাত কাঁসাই নদীর ২ পারের প্রায় ১০টিরও বেশি গ্রামের মানুষের। আজ ৭ই জুন বিকেল সাড়ে ৩টা থেকে সারা দাসপুর জুড়ে ঝড় বৃষ্টি তাতেই ভেঙে পড়েছে দাসপুর ১ ব্লকের যদুপুর গ্রামের তেমুনি ঘাটে কাঁসাই নদীর উপর পারাপারের বাঁশের সাঁকোটি। সমস্যায় ঘাট মালিকের পাশাপাশি রাজনগর,যদুপুর,দামোদরপুর,ধান্যখালের মতো দশটিরও বেশি গ্রামের মানুষ। ঘাট মালিক বিশ্বনাথ মণ্ডল বলেন,কিছুদিন আগেই কয়েক হাজার টাকা দিয়ে এই সাঁকো তৈরি কিরেছিলাম ঝড়ে বড়সড় ক্ষতি হল। নদীতেও জল কম,নৌকা পারাপারেও সমস্যা,আবার সাঁকো মেরামতের জন্য সময় লাগবে। স্থানীয় বাসিন্দা সুজিত দোলই বলেন,নদীতে পারাপারের দ্রুত ব্যবস্থা না হলে সমস্যা হবে বহু মানুষের। সব মিলিয়ে সোমবারের বিকেলের হঠাৎ ঝড় বৃষ্টি ঘাটালবাসীদের তীব্র গ্রীষ্মের দাবদাহ থেকে সাময়িক স্বস্তি দিলেও দাসপুরের কয়েক হাজার মানুষের কপালে ভাঁজ ফেললো।