এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাদপুরে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর

Published on: May 2, 2021 । 7:54 PM

বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু দাসপুর থানার দাদপুরের এক গৃহবধূর। স্থানীয় সূত্রে জানা গেছে আজ ২ মে রবিবার বিকেল প্রায় ৪টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরার সময় হঠাৎই বজ্রপাত তাতেই মর্মান্তিক মৃত্যু দাদপুর গ্রামের স্বপন দোলোইয়ের স্ত্রী নমিতা দোলই(৪২) এর। গ্রামের গৃহবধূর হঠাৎ এমন মৃত্যুতে দাদপুর গ্রামে এখন শোকের ছায়া।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭