বাবলু সাঁতরা: শব্দবাজি বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করলো চন্দ্রকোণা থানার পুলিশ।ধৃতদের আজ ১৪ নভেম্বর শনিবার তোলা হয় ঘাটাল আদালতে।পুলিশসূত্রে জানাযায়, গতকাল শুক্রবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে চন্দ্রকোণা থানার ঝাঁকরা এলাকা থেকে শিবদাস দে নামের একজন এবং চন্দ্রকোণা পুরসভার গোঁসাইবাজার এলাকা থেকে শিবতোষ দাস ও সুমন দাস নামের দুজনকে গ্রেফতার করে।ধৃতদের কাছ থেকে তিন বস্তা বাজি উদ্ধার করেছে বলে পুলিশ জানায়। এবছর শব্দবাজির ওপর সরকারিভাবে কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেউ যাতে এই শব্দবাজি কেনাবেচা করতে বা ফাটাতে না পারে তার জন্য বিভিন্ন জায়গায় পুলিশি টহলদারি চলছে।
নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে তিনজনকে আটক করল চন্দ্রকোণা থানার পুলিশ
Published on: November 14, 2020 । 3:28 PM





