ঘাটাল পাঁশকুড়া সড়ক সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার ১৬৬ কোটি টাকা বরাদ্দ করল

দিগন্ত আলাম: ঘাটাল পাঁশকুড়া সড়ককে নতুন করে তৈরি করার জন্য ১৬৬ কোটির বেশি টাকা দিল কেন্দ্রীয় সরকার। ১ অক্টোবর কেন্দ্রীয় সরকারের পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক রাজ্যের আরও কয়েকটি রাস্তার সঙ্গে ঘাটাল-পাঁশকুড়া সড়ক সম্প্রসারণ ও সংস্কারের জন্য ১৬৬ কোটি ৮৮লক্ষ টাকা বরাদ্দ করেছে। মোট রাস্তার দৈর্ঘ্য ধরা হয়েছে ৩১ কিলোমিটার ৭৫০মিটার। রাস্তাটি দু’লেন করা হবে। ১০ মিটার চওড়া হবে। ওই মন্ত্রকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার(জোন-৫) ডিরেক্টর জেনারেল এবং স্পেশাল সচিব হরিশ ঝাকর রাজ্য সরকারকে এক চিঠিতে জানিয়েছেন, মেদিনীপুর হাইওয়ে ডিভিশন ওই রাস্তাটি সংস্কারের কাজ দেখভাল করবে। এই ঘটনায় খুশি ঘাটাল মহকুমার বাসিন্দারা। তারা বলেন, ঘাটাল মহকুমায় কোনও রেলপথ নেই। তাই এই রাস্তাটির উপরেই ঘাটাল মহকুমার বাসিন্দা ছাড়াও বেশ কয়েকটি জেলার মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। তাই এটি চওড়া হলে বেশ কয়েক লক্ষ মানুষের সুবিধে হবে।
প্রসঙ্গত, এই রাস্তাটিকে সংস্কার করার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছিলেন।  সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, দাদা(দেব) এই রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘ দিন ধরে  দিল্লির পরিবহণ ও হাইওয়ে মন্ত্রককে নিয়মিত চাপ দিয়ে আসছিলেন। এই অর্থ বরাদ্দ তাঁরই উদ্যোগের ফসল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।