বাবলু সাঁতরা: বিশ্ব উষ্ণায়ন থেকে প্রকৃতিকে রক্ষা করার লক্ষ্যে ক্লাবের উদ্যোগে কয়েক’শ চারাগাছ রোপন করা হল চন্দ্রকোণায়। আজ ২৭ সেপ্টেম্বর রবিবার চন্দ্রকোণা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড মল্লেশ্বরপুর এলাকায় সংগ্রাম সংঘ মাঠে চারাগাছগুলি রোপন করা হয়। মল্লেশ্বরপুর সংগ্রাম সংঘ ক্লাবের উদ্যোগে ৪০০টি নানান জাতের চারাগাছ রোপন করা হয় সংগ্রাম সংঘ ফুটবল মাঠের চারধারে। বিশ্ব-উষ্ণায়ন থেকে প্রকৃতিকে বাঁচাতে গাছ লাগানো জরুরি সেই চিন্তাভাবনা থেকেই ক্লাবের এই উদ্যোগ। ক্লাবের উদ্যোগে লাগানো চারাগাছগুলি যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য বেড়া দিয়ে ঘিরে রাখারও ব্যবস্থা করা হয়েছে। মুক্ত বাতাস পেতে এবং সবুজায়নের প্রয়োজনে আরও বেশি করে গাছ লাগানোর কাজ করবে বলে জানান ওই ক্লাবের সদস্যরা।