১০০০ পরিবারকে মাস্ক দিল দাসপুর-২ ব্লকের হ্যাপি ফাউন্ডেশন

সুইটি রায়: মানুষের পাশে থাকার ইচ্ছে থাকলে বয়সটা কোনও ইস্যু হয়ে দাঁড়ায় তা আবারও একবার প্রমাণ করলো দাসপুর-২ ব্লকের ভগবানচক গ্রামের হ্যাপি ফাউন্ডেশনের সদস্যরা। ওই ফাউন্ডেশনের সদস্যদের অধিকাংশই স্কুল বা কলেজের ছাত্র। সদস্য সংখ্যা ৫০ এর আসেপাশে। তারা নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে এবং পরিচিতদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে এলাকার প্রায় এক হাজার পরিবারের হাতে সাবান ও মাস্ক তুলে দিল। তবে এই কাজ শুধু এক দিনে নয়,পড়ার ফাঁকে ধারাবাহিক ভাবে ওই কাজ তাঁরা করে চলেছেন।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
হ্যাপি ফাউন্ডেশনের ওই কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষজনও। ফাউন্ডেশনের সভাপতি প্রবীর মন্ডল ও সম্পাদক সন্দীপ মন্ডল এবং অন্যান্য সদস্যরা জানান যে আগামী দিনে তাঁদের আরও বড় পরিকল্পনা রয়েছে। তাঁরা আরও বলেন যে তাঁরা চান যুবসম্প্রদায় তাঁদের এই কাজে অংশগ্রহণ করুক। তাহলে ভবিষ্যতে আরও ভালো কাজ করার এবং আরও অনেক দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর উৎসাহ পাবেন তাঁরা।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com