জগদীশ মণ্ডল অধিকারী: বাড়িতে অভাব-অনটনের জেরে দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন দাসপুর থানার জোৎকানুরামগড়ের বাসিন্দা অজয় মাইতি(৪৪)। আজ ৯ সেপ্টেম্বর সকালে তাঁরই শোবার রুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক দিনই অজয়বাবু সকাল-সকাল ঘুম থেকে উঠে পড়েন। এদিন উঠতে দেরি দেখে বাড়ির লোকেদের সন্দেহ হয়। জানালা দিয়ে দেখা যায়, গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে দরজার ভেঙে তাঁকে বার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে অজয়বাবু আত্মহত্যা করেছেন।
দাসপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











