এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

স্কুলের সামনে জন্মানো জঙ্গল সাফ করল যুবকেরা

Published on: August 31, 2020 । 7:08 PM

বিশ্বজিৎ মান্না: স্কুলপ্রাঙ্গণে জন্মানো জঙ্গল নিজেদের উদ্যোগেই সাফ করলো দাসপুরের যুবকেরা। ঘটনাটি দাসপুর থানার সালামপুর গ্রামের।মহামারীর জন্য এখন বন্ধ স্কুল। তাই শোনা যাচ্ছে না শিশুদের কলকাকলি। বহুদিন কারোর পাও পড়েনি স্কুলপ্রাঙ্গণে। এই অবস্থাতেই দীর্ঘ তিন-চার মাস রক্ষণাবেক্ষণের অভাবে ঝোপঝাড় জন্মেছিল সালামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং তা ধীরে ধীরে জঙ্গলের রূপ নিচ্ছিল। আজ ৩১ আগস্ট গ্রামেরই কয়েকজন যুবক মিলে নিজেদের উদ্যোগে সাফসুতরো করল স্কুলপ্রাঙ্গণ। স্কুল খোলার পর যাতে কচিকাঁচারা কোনোরকম বিপদের সম্মুখীন না হয় এবং স্কুলের সৌন্দর্যায়ন যাতে অব্যাহত থাকে তার জন্যই স্থানীয় যুবকদের এই উদ্যোগ বলে জানা গেছে। শুধু তাই নয় তাঁরা স্কুলের প্রাঙ্গণটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা জারি রাখবেন বলেও জানিয়েছেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]