এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দেবের উদ্যোগে ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সংস্কারের কাজ শুরু হতে চলেছে

Published on: August 29, 2020 । 10:34 PM

তৃপ্তি পাল কর্মকার:অবিলম্বে ঘাটাল-মেচোগ্রাম রাজ্য সড়কের সংস্কারের কাজ আরম্ভ করার জন্য ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব আজ ২৯ আগস্ট রাজ্যের পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির উত্তরে অরূপবাবু দেবকে কথা দিয়েছেন, ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সংস্কারের কাজ খুব দ্রুত শুরু করা হবে। আপাতত খানা-খন্দগুলি বুজিয়ে গাড়ি চলাচলের মতো উপযুক্ত করে দেওয়া হবে।  কয়েক মাসের মধ্যেই নতুন প্রোজেক্ট করে ঘাটাল থেকে পাঁশকুড়া পর্যন্ত রাস্তা চওড়া করার কাজও শুরু করে দেওয়া হবে। ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, বৃষ্টি একটু কমলেই সংস্কারের কাজ শুরু করা হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now