অরুণাভ বেরা: বন্যায় জলে ভেসে এসেছে রাশি রাশি পানার স্তুপ । নৌকা বা ডিঙিতে যাতায়াত করা দায় । ঘাটাল পৌরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড প্লাবিত। ওইসব এলাকায় জলে পানার স্তুপ জমে থাকায় যাতায়াতের সমস্যায় জলবন্দি মানুষজন। জলে এগোচ্ছে না নৌকা। ১৫ মিনিটের রাস্তা এক ঘণ্টার বেশি সময় নিচ্ছে পানা সরিয়ে যেতে। প্রশাসনের ভরসায় না থেকে ১০ নম্বর ওয়ার্ডের গড়প্রতাপনগরে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আজ ২৭ আগস্ট সকাল থেকে পানা সরাতে শুরু করলেন। মোটা দড়ি , হেসো, আঁকসি দিয়ে কুড়ি-পঁচিশ জন যুবক ওই এলাকায় চলাচলের প্রধান রাস্তা থেকে পানা সরানোর কাজ শুরু করেন ।ওই ওয়ার্ডের উপ-স্বাস্থ্যকেন্দ্র সহ কয়েকটি এলাকা থেকে পানাগুলিকে মাঠে সরিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ভূদেব বাগ, সমরেন্দ্র সামন্ত, মনোরঞ্জন বেরা সহ অন্যান্যরা জানান, পানা না সরালে যাতায়াত অসম্ভব হয়ে উঠেছে। তাই আমরা আজ কখনও নৌকায় আবার কখনও জলে নেমে পানা সরিয়েছি। তবে সম্পূর্ণ ওয়ার্ডে একদিনে সব পানা সরানো সম্ভব হয়নি।