এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বানভাসি ঘাটাল জালকেনায় মাতোয়ারা

Published on: August 24, 2020 । 4:10 PM

শুভম চক্রবর্তী: কথায় আছে মাছে ভাতে বাঙালি তা সেই যে পরিস্থিতিই হোক না কেন। প্রবল বর্ষণের জেরে ঘাটালের অধিকাংশ এলাকাই এখনো বানভাসি। কিন্তু তাই বলে তো আর মাছের প্রতি প্রেম ভোলা যায় না।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] হঠাৎ করে বন্যা আসায় বিভিন্ন পুকুর ডোবার  মাছ ছড়িয়ে পড়েছে চারিদিকে। আর তাই মাছ ধরার আনন্দে মাতোয়ারা বন্যা কবলিত ঘাটালবাসি। ঘাটাল বাজার জুড়ে জাল কেনার হিড়িক পড়ে গেছে। নিঃশ্বাস ফেলার সময় নেই দোকানদারদের। সরপুঁটি গাঁথি,মৌরলা গাঁথি,কই গাঁথি ছাড়াও মাথা ঘুরানি জাল, চাটনি জাল ইত্যাদির চাহিদাও বেশ ভালো। তবে তুলনামূলকভাবে দাম কম হওয়ায় বিক্রির নিরিখে গাঁথি জালের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি।ঘাটাল পোস্তাবাজার-এক জাল ব্যবসায়ী সঞ্জয় চক্রবর্তী বলেন সারা বছর টুকটাক জালের চাহিদা থাকলেও এই বন্যার সময় হঠাৎ করেই জালের চাহিদা অনেক বেড়ে গেছে কিছু কিছু জালের যোগান দিতে তো আমরা হিমশিম খাচ্ছি। জলবাড়া, প্রবলবৃষ্টি ও বন্যার আতঙ্কের মধ্যে নিজে হাতে মাছ ধরার আনন্দ অনেক কিছুই ম্লান করে দিতে পারে বলে ঘাটালবাসি বিশ্বাসী। 
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।