এই করোনা পরিস্থিতেও রক্তের চাহিদা মেটাতে তৎপর দাসপুরের এই ক্লাব। বুধবার দাসপুরের নবীন বাসুদেবপুরের সবুজ সাথী ক্লাবের উদ্যোগে অন্যন্য বছরের ন্যায় এবারও আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।
স্থানীয় সমস্ত বিদ্যালয়েই কোয়ারেনটাইন সেন্টার তাই এই শিবিরের জায়াগার সমস্যা মেটাতে এগিয়ে এলেন স্থানীয় এক গ্রামবাসী অসিত হাইত। ক্লাবের পক্ষ্যে জনানো হয়েছে এদিনের রক্তদান শিবির তাঁরই বাড়িতে আয়োজিত হয়।
ক্লাবের পক্ষে জানানো হয়,প্রত্যেকটি রক্ত দাতাকে আলাদাভাবে জীবাণুমুক্ত করে মাস্ক লাগিয়ে এই রক্তদান শিবির হয়। ২ জন মহিলা সহ মোট ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।