করোনা আবহের মাঝেই রদবদল পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদে। বদলি করা হল পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদে আসীন ছিলেন ডাঃ গিরিশচন্দ্র বেরাকে।
বুধবার তাকে বদলি করে পাঠানো হলো আলিপুরদুয়ারে। সেখানেও তিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদই পেলেন। অন্যদিকে এই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ত পেলেন ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। তবে একে রুটিন বদলি বলেই মনে করা হচ্ছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










