এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এমন চললে ঘাটালে করোনার ৫ নম্বর করুণা,অপেক্ষা মাত্র

Published on: May 4, 2020 । 3:40 PM

বালাই সাত সামাজিক দূরত্ব,কাতলা মাছের মাথা,সাথে গলদা চিংড়ি কিংবা কিছু সামুদ্রিক মাছ হলে এই লকডাউনে জমিয়ে কব্জি ডুবিয়ে ভুরিভোজ করা যাবে। চোখ ছানাবড়া করার কিছু নেই। স্থানীয় সংবাদের ক্যমেরার এ দৃশ্য আজ সোমবার সকালে দাসপুর বাজারের।

যেখানে মাছ প্রিয় বাঙালি তাদের মাছ কিনতে ব্যস্ত। বাজার কমিটি দড়ি দিয়ে দূরত্ব বেঁধে দিলে কী হবে, মাছ লাফিয়ে সে দড়ি পেরিয়ে যাচ্ছে… থুড়ি মাছ দেখে বাঙালি মাছে লাফ খাচ্ছে।

লকডাউন মানে গ্রীষ্ম বা বর্ষা কিংবা পুজোয় লম্বা ছুটি নয়। লকডাউন কোনো T-20 ক্রিকেট ম্যাচও যে নয় সে কথা সাফ জানিয়েছেন দাসপুরে ও সি সূদীপ ঘোষাল। কিন্তু পুলিস প্রশাসনের কথায় তুড়ি মেরে করোনার ম্যাপে আমাদের লাল জেলার সর্বত্রই যদি এই একই চিত্র হয়,তাহলে করোনার ৫ নম্বর করুণা পেতে দাসপুরের বেশি দেরি নেই।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা