নিজস্ব সংবাদদাতা: আজ ঘাটাল শহরে এক ছাত্রীর হার ছিনতাই হল। সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরের ৭ নম্বর ওয়ার্ড়ে। আগমনী গুছাইত নামে এক ছাত্রী ঘাটাল শহরের রথতলাতে পড়তে গিয়েছিল। সাইকেলে করে ফেরার সময় তার গলার হারটি ছিনতাই করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা বাইকে ছিল বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











