দাসপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের এটিএম ভেঙে টাকা চুরির চেষ্টা হল। ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্তে নামল দাসপুর পুলিস।
আজ ১০ মার্চ মঙ্গলবারের সকালে দাসপুর থানার হাট সড়বেড়িয়া বিসি রায় হাইস্কুল সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যঙ্কের এটিএম মেশিনে ভাঙচুর নজরে এলে হাট সড়বেড়িয়াতে থাকা শাখা অফিসের পক্ষে ব্রাঞ্চ ম্যানেজার দাসপুর থানায় অভিযোগ জানান। পরে দাসপুর পুলিস ঘটনাস্থল এবং এটিএম মেশিন খুঁটি দেখে। সিল করা হয় সিসিটিভি ইউনিট।
ব্যঙ্ক কর্তৃপক্ষ জানান,এটিএম কাউন্টারে ঢুকে তালা ভেঙে টাকার ভোল্ট থেকে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। এবং মনে করা হচ্ছে সোমবার গভীর রাতেই এক বা একাধিক দুষ্কৃতি এই কান্ড ঘটিয়েছে।
তবে দাসপুর পুলিসের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য এটিএম মেশিন ভেঙে টাকা চুরির চেষ্টা এর আগে দাসপুর থানায় ঘটেনি। এটিএম থেকে টাকা চুরি যথেষ্ট দুঃসাহসিক ব্যপার। তাই দুঃসাহসিক ঘটনার কলাকুশলীদের হাজতের চার দেওয়ালে দেখতে মরীয়া দাসপুরবাসী।