দাসপুরের এক প্রাথমিক বিদ্যালয় থেকে নিজের কয়েক কেজি কাজের গহনা ফিরে পেলেন ঘাটাল থানার চৌকা মসরপুরের পুলক কাপাস। ১৯ ফেব্রুয়ারি দাসপুর যাবার পথে ধরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় বাইক থেকে পুলকবাবুর ওই তামার কাজের গহনাগুলি পড়ে গেলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেগুলি কুড়িয়ে খেলা করতে থাকলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সেগুলি সংগ্রহ করে আমাদের খবর দেন এবং জানান সেগুলি তাঁরা যার জিনিস তাঁকেই ফিরিয়ে দিতে চান।
আমরা টিম স্থানীয় সংবাদ সে খবর প্রচার করলে ঘাটাল থানার চৌকা মসরপুরের তামা ব্যবসায়ী পুলক কাপাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবকুমার পাল এবং সহকারী শিক্ষক সঞ্জীব আলুর সাথে উপযুক্ত প্রমাণ সহ যোগাযোগ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত হন তামার কাজের গহনাগুলি পুলক কাপাসেরই। আজ ২০ ফেব্রুয়ারি বিদ্যালয়ে পুলক কাপাস হাজির হলে বিদ্যালয়ের তরফে ওই কুড়িয়ে পাওয়া তামার গহনাগুলি পুলকবাবুর হাতে ফিরিয়ে দেওয়া হয়।