এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জন-সংযোগে দাসপুর পুলিসের পরিচালনায় শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির

Published on: February 16, 2020 । 10:59 PM

পুলিসের মানবিক দিক ধরা পড়ল দাসপুরে। জেলা পুলিসের উদ্যোগে দাসপুর পুলিসের পরিচালনায় দাসপুর ১ নম্বর ব্লকের পাইকান বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ে আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার হল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির।

এই শিবিরে প্রায় ৪০০ ছাত্রছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের সচেতনতার পাশাপাশি ওষুধের ব্যবস্থাও হল বিনামূল্যে। আর এই সমগ্র ব্যবস্থাপনা ও উদ্যোগে মূল ভূমিকা দাসপুর পুলিসের। পুলিসের এই উদ্যোগে খুশি এলাকাবাসী সাথে ছাত্রছাত্রীরাও। এদিনের এই আয়োজনে দাসপুর থানার ওসি সুদীপ ঘোষালের পাশাপাশি ঘাটাল মহকুমা,ডেবরা এবং জেলা পুলিস কর্তারা হাজির ছিলেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭