শুভদীপ ঘোষ: আজ ১৭ নভেম্বর ঘাটাল ব্লকের জলসরা প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্ন সন্ধানী’র পক্ষ থেকে একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় দুই মেদিনীপুর, হাওড়া এবং কলকাতার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












