সাঁওতালি শিক্ষার দাবিতে ৭ নভেম্বর থেকে ঘাটালের ১৯ টি প্রাথমিক বিদ্যালয় ঘেরাও কর্মসূচি আদিবাসী সংগঠনের

মনসারাম কর: প্রাথমিক স্তরে সাঁওতালি শিক্ষার দাবি নিয়ে আগামী ৭ নভেম্বর থেকে ঘাটাল মহকুমার ১৯ টি প্রাথমিক বিদ্যালয় ঘেরাও কর্মসূচি নিয়েছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। ২০২০ শিক্ষাবর্ষ থেকেই যাতে ঘাটালের ১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি শিক্ষা শুরু করা হয় তার জন্যই এই ঘেরাও কর্মসূচি বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তাঁদের এই ঘেরাও কর্মসূচির কথা লিখিতভাবে আগাম প্রশাসনকেও জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি শিক্ষার দাবিতে গত ১৯ আগস্ট এই সংগঠন ঘাটাল মহকুমার প্রায় সবকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করেছিল। ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠনের সহ-সভাপতি মনোরঞ্জন মুর্মু জানান, ১৯ আগস্ট বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করার দিনই পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দপ্তর থেকে ২০২০ শিক্ষাবর্ষ থেকেই ঘাটালের ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি শিক্ষা চালু করার মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু অনেকটা সময় গড়িয়ে গেলেও আজ পর্যন্ত তার কোনও সরকারি নির্দেশিকা জারি না করার জন্যই তাঁদের এই ঘেরাও কর্মসূচি। শিক্ষা দপ্তর থেকে লিখিত নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত পূর্বে মৌখিক আশ্বাস দেওয়া বিদ্যালয়গুলিতে এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।