চন্দ্রকোণার হাটপুকুর নজরুল স্মৃতি সংঘের বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে হল


•নিজস্ব সংবাদদাতা: চন্দ্রকোণার হাটপুকুর নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে সাড়ম্বরে দুদিন ধরে পালিত হল নানান সামাজিক সচেতনতামূলক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। ১৯ ও ২০ অক্টোবর এনিয়ে দুদিন ধরে রক্তদান শিবির, চক্ষুপরীক্ষা শিবির সহ পরিবেশ সম্পর্কে সচেতনতামূলক নানান অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়। নজরুল স্মৃতি সংঘের সম্পাদক সেখ আহামেদউল্লা বলেন, আমাদের সংঘের এই বার্ষিক অনুষ্ঠানটি এবছর ১২তম বর্ষে পড়ল। এই উপলক্ষ্যে প্রথমদিন সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশজন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাতে প্রথম হয় হাজরা গ্রামের সমীর দাস। ওই সংঘের সভাপতি সেখ খলিলুর রহমান বলেন, প্রথমদিন রক্তদান শিবিরে ২৫ জন মহিলা সহ মোট ৬২ জন রক্তদান করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের গ্রামের মহিলারা পর্দার বাইরে এসে যেভাবে রক্তদানে উৎসাহ দেখিয়েছেন তা উল্লেখ করার মত। এছাড়াও ঘাটাল লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১৮৫ জন ব্যক্তির চক্ষু পরীক্ষা করা হয়। তারমধ্যে ১০৫ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয় এবং ১৯ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

আহমেদউল্লাবাবু বলেন, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সংস্কৃতি বিভাগ থেকে আগত বাউল গানে দল সাম্প্রদায়িক সম্প্রীতি, সেফ ড্রাইভ সেভ লাইফ, প্লাস্টিক বর্জন, সবুজায়ন, জলের অপচয় রোধ, শৌচালয় ব্যবহার, বাল্যবিবাহ রোধ, শিশু যৌন নিগ্রহ রোধ নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠান করেন। দুদিনের অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল নজর কাড়ার মত। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক রোহিনীনাথ মঙ্গল, জাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বদেশ প্রামাণিক,  পঞ্চায়েত সদস্য সেখ আব্দুল মোমিন, সমাজকর্মী খোরসেদ আলি, মোসলেম আলি, মহাবালা ওজিয়া হাইস্কুলের শিক্ষক সেখ মহম্মদ ইমরান, ডাঃ শানোয়ার আলি, সেখ জানে আলম প্রমুখ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!